অনুভুতি //27-05-2025 //11:36 a.m

আজ একবছর হল তুমি

আমাদের সান্নিধ্যে নেই ।

প্রতি মূহুর্তে তোমার উপস্থিতি ,

তোমার অভিভাবকত্বের জন্য

হাহাকার করি ।

প্রতিটি কাজেই বুঝিয়ে দেয়

তোমার শূন্যতা ।

বারবার মনে হয়

তুমি ছাড়া আমাদের জীবন অচল,

থমকে যাই প্রতি কাজে ।

আবার তোমার ইচ্ছে,তোমার উদ্যম এর

কথা ভেবে সোজা হয়ে দাঁড়াই ।

প্রতিদিন এই ভেঙে পড়া আবার উঠে দাঁড়ানো,

এই ভাবেই চলছে আমাদের দিন ।

আমরা তিনজন একে অপরের

পরিপূরক ছিলাম ,

তিনজন মিলে তো আমরা আনন্দে

ঘুরে ফিরে ভালো ছিলাম ।

সেই বন্ধন ছেড়ে তুমি পাড়ি দিলে

কোনো এক অজানালোকে,

আমাদের একদম একা করে ।

কি করে সম্পুর্ণ করব তোমার

ফেলে রাখা দায়িত্বের কাজ ?

আমি তো তোমার মতো সর্বগুন সম্পন্না নই ,

তোমার প্রতিটি কাজের প্রতি

এত নিষ্টা,এত ভালোবাসা,এত দক্ষতা

সে তো আমার নেই ।

সে শুধু তোমারই ছিল ।

তুমিই পারো করতে ।

নিঃশব্দে তুমি কাজ করে যেতে ।

কাজ আর পরিবার

এই ছিল তোমার জীবন ।

তুমিই পেরেছ তোমার ভালোবাসা

আর দক্ষতা দিয়ে তোমার কাজকে

নিখুঁত ভাবে করতে ।

তাই সকলে তোমার উপর নির্ভরশীল ।

তুমিই পেরেছ তোমার ভালোবাসা

দিয়ে আমাদের পরিবারকে সুখে

স্বাচ্ছন্দ্যে আনন্দে রাখতে ।

এখন আমরা তোমাকে ছাড়া

কি করে আনন্দে সুখে থাকব,

বলে দাও তুমি ।

তুমি কোথায় আছো আমাদের

তা অজানা ।

খুব মনে হয় ঐ অজানা জগৎটাকে

যদি আবিষ্কার করা যেত…

যদি আবার তোমাকে ঐ জগৎ

থেকে আমাদের কাছে

নিয়ে আসতে পারতাম….

মনে হয় ছুটে চলে যাই তোমার কাছে

নিয়ে আসি হাত ধরে,

চলি আমরা একসাথে আরো অনেক পথ ।

এখনও তো অনেক কাজ ছিল

আমাদের একসাথে করার,

শেষ করা হল না তো ।

তোমার যে অনেক কাজ করার ইচ্ছে ছিল,

তোমার তো অজানাকে জানার

অদম্য ইচ্ছা ছিল,

তুমি তো মহাকাশ নিয়ে পড়াশুনা করছিলে,

জানার চেষ্টা করছিলে ,

সুযোগ পেলেই ডুবে থাকতে ঐ জগতে ।

তাই কি তুমি ঐ জগতেই চলে গেলে জানতে ?

এই জগতে থেকেই তো সব করতে পারতে

তুমি সংগীত ভালোবাসতে

চর্চা করছিলে সংগীতকে জানার ।

সেটা তো সম্পূর্ণ হল না ।

এসো, এসো তুমি আবার আমাদের কাছে,

তোমার সমস্ত স্বপ্ন সফল করবার জন্যে ।

তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে যাও ।

যে জগৎটাকে আমরা এখনো

জানতে পারিনি, ধরতে পারিনি,

তুমি আবিষ্কার করবে তাকে ।

এটাই আমাদের নিবিড় চাওয়া ।

ইতি …তোমার ভালোবাসা ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *