অ বিল্লী৹গৌরী ধর্মপাল

অ বিল্লী বিল্লী

উঠে কোথায় চললি ?

কাঁটা রেখেছি পা-তে

দুধ মেখেছি ভা-তে

খেয়ে গিয়ে শো না

কে করেছে মা-না ?

আয় না কাছে ল-ক্ষ্মী

খাবি মাছের চোখ কি ?

বাবু হয়ে বোস্ না

আস্তে কাঁটা চোষ্ না–

অত কিসের তা- ড়া ?

আছে কি তোর প-ড়া ?

পাতটি চাঁচা মো-ছা

কলে গিয়ে আঁ-চা

ও কিরে, এঁটো মুখেই চললি ?

অ বিল্লী বিল্লী !