আজি কমলমুকুলদল-রবীন্দ্রসংগীত (বিচিত্র,ত্রিতাল,মিশ্র বাহার,স্বর-৩৬ )

আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল—

মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল ।।

গগন মগন হল গন্ধে, সমীরণ মুর্ছে আনন্দে,

গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে—

নিখিলভুবনমন ভুলিল—

মন ভুলিল রে মন ভুলিল ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *