অ রবিঠাকুর হে—
তুকে ই বোশেখে গেরামে লিয়ে যাব-অ
শহর তুকে লাচায় কোঁদায়
বিরিজ বানিয়ে শোয়া করায়
রাস্তা বানিয়ে রোদে পুড়ায়
সি যাতনা আর না সহিব-অ, অ রবিঠাকুর হে–
তুকে ই বোশেখে গেরামে লিয়ে যাব-অ
গেরাম তুয়ার লাইগবেক ভাল-অ
মানুষ মুরা কাল-অ কাল-অ
মাটির উঠোন ঘরকে চল-অ
শহর পানে আর যেইতে নাই দিব-অ
অ রবিঠাকুর হে—
তুকে ই বোশেখে গেরামে লিয়ে যাব-অ
তুকে সাহস দিব -অ ,পিরিত দিব-অ
কাঁঠালপিঁড়ি পেইতে দিব-অ
ঘিজিংঘিনা মাদল দিব-অ, করমফুলের মালা দিব-অ
ঠাকুর,পেন্নাম হই, কুনো কথা আর না শুইনব্-অ
অ রবিঠাকুর হে–
তুকে ই বোশেখে ঘরকে লিয়ে যাব-অ।