এ পথ গেছে কোন্খানে গো কোনখানে—
তা কে জানে তা কে জানে কে জানে ।।
কোন পাহাড়ের পারে, কোন্ সাগরের ধারে ,
কোন্ দুরাশার দিক-পানে—
তা কে জানে তা কে জানে কে জানে ।।
এ পথ দিয়ে কে আসে যায় কোন্খানে
তা কে জানে তা কে জানে কে জানে ।
কেমন যে তার বাণী , কেমন হাসিখানি ,
যায় সে কাহার সন্ধানেে —
তা কে জানে তা কে জানে কে জানে ।।



