কাঠবেড়ালি কাঠবেড়ালি কুটুর কুটুর খাও,
কুর-কুর-কুর,ঘুর-ঘুর-ঘুর ল্যাজ নেড়ে কি চাও ?
বাঁধছ বাসা খেজুর গাছে
ভয় পেলে কি ?—ধরব পাছে !
উঠতে গিয়ে হঠাৎ যদি পিছলে পড়ে যাও,
কোমর ভেঙে থাকবে শুয়ে বলছি আমি তাও ! ।।
তার চেয়ে। শোন্ আমার কথা—যুক্তি যদি চাস,
যুক্তি তোরে ভালোই দেব নয়কো পরিহাস ।
সকাল থেকে সন্ধ্যাবেলা
ডাঙায় নেমে কর্ না খেলা,
যত পারিস মনের সুখে পেটটি ভরে খাস ;
কাজ কী ঘুরে গাছের ডগায় পাই যে বড় ত্রাস ! ।।
আমার ঘরে আসিস যদি পাবি অনেক ফল,
বাতাবি আর কমলা লেবু কচি ডাবের জল ।
মোন্ডা পাবি , মেঠাই পাবি,
যখনই যা খেলনা চা’বি,
ঘুড়ি লাটাই ডান্ডা গুলি লাট্টু ব্যাটম বল ।
আমার সাথে খেলবি নিতি বাড়বে গায়ে বল ।।
কাঠবেড়ালি মাঠ পেরুলেই দেখবি আমার ঘর,
ওইখানে চ’ নদীর ধারে যেথায় বালুচর ।
সবাই তোকে বাসবে ভালো
অঢেল বায়ু অঢেল আলো
যতই চাবি ততই পাবি নেইকো কোন ডর ;
আমরা তোকে আদর করে রাখব বুকের ‘পর ।।