কেমন হতো -যোগীন্দ্রনাথ সরকার [kemon hoto-yogindra nath sarsar]

বাঘের মুখে ঝুল্তো যদি ,

রাম ছাগলের দাঁড়ি !

শুয়োর যদি পাখির মতো ,

উড়ত ডানা নাড়ি ।

গাছের ডালে বসে বাঁদর-

গোঁফে দিত চাড়া ,

ভুতুম পেঁচা আসত ছুটে –

বাগিয়ে বিষম দাঁড়া ।

উৎসাহেতে ধোপার গাধা

গাইত যদি গান !

দেখে শুনে চমকে তবে –

উঠত না কার প্রাণ !

[১৮৬৭-১৯৩৭]