এসব কথা শুনলে তোদের লাগবে মনে ধাঁধা,
কেউবা বুঝে পুরোপুরি
কেউবা বুঝে আধা।
কারে বা কই কিসের কথা,
কই যে দফে দফে,
গাছের পরে কাঁঠাল দেখে
তেল মেখো না গোঁফে।
একটি একটি কথায় যেন
সদ্য দাগে কামান,
মন বসনের ময়লা ধুতে
তত্ত্ব কথাই সাবান।
বেশ বলেছ, ঢের বলেছ,
ঐ খেনে দাও দাঁড়ি
হাটের মাঝে ভাঙবে কেন
বিদ্যে বোঝাই হাঁড়ি!