ঘুম ভাঙলেই-প্রেমেন্দ্র মিত্র [ghum bhanglei-premendra mitra]

ঘুম ভাঙলেই আমি যেন উঠে দেখবো

বৃষ্টি আর নেই,

ধোয়ানো ধবধবে ক’টা

মেঘ শুধু আকাশে টাঙানো;

বাতাসে হিংসার গন্ধ

একেবারে মুছেই গিয়েছে ,

রোদের ঝলক ঠিক

পৃথিবীর হাসির মতন ।

শহরটা হাত পা মেলে

আরো দূর ছড়িয়ে যেতে পারে,

কিংবা গুটিয়ে ঘন হয়ে

গাঢ় এক অন্তরঙ্গতায় ,

গলিগুলো রাজপথে

ঘৃণা ঈর্ষা উগরে দেয় নাকো,

নগর-শিখর যেন

ঢেউ-তোলা আশায় উত্তাল ।

ঘুমটা তবু ভাঙাই শক্ত ।

বোবায় ধরা দুঃস্বপনের মুঠি,

মিথ্যে ভয়ের মুখোস এঁটে

চেপেই আছে চলতি কালের টুঁটি !

স্বপন-পন্য ভরা তরী

ফিরলে কোথায় ফিরি করি

কোন্ ঘাটেতে নাও ভিড়ালে

ঘাঁটের বাটের নেই নিশানা ।

এবারে তো বান নেমেছে

মাথা তুলে জাগছে ডাঙা

আধাঁর রাতের অবসানে

উঠছে ভোরে সূর্য রাঙা ।

সকালবেলার সোনা নিয়ে

রাতের জ্যোছনা তায় মিলিয়ে

কল্পলোকের স্বপন রচো

দুঃস্বপনের চট্কা ভাঙা ।।