ঘুম-ভাঙানি>মোহিতলাল মজুমদার [ ghum-bhangani > mohitlal majumder]

ফুট্ফুটে জোছ্নায়

জেগে শুনি বিছানায়

বনে কারা গান গায়,

রিমি-ঝিমি,ঝুম-ঝুম–

‘চাও কেন পিটি-পিটি ?

উঠে পড় লক্ষ্মীটি

চাঁদ চায় মিটিমিটি

বনভূমি নিঝ্ঝুম !

ফাল্গুনে বনে বনে

পরীরা যে ফুলবনে ,

চলে এসো ভাই-বোনে,

চোখ কেন ঘুম-ঘুম ? ‘

জানালায় মুখ দিয়ে

দেখি,সাদা জ্যোছ্না

পাতাগুলো হ’ল কি এ !

রুপোলিতে রোজ নায় !

‘ওঁগো শোনো কান পেতে ,

মোরা আছি গানে মেতে,

ছোট ছোট লন্ঠন ,

গায়ে গায়ে ঠন-ঠন,

ঝকমকে পলটন —

আমোদের রোশনাই !

ঘোর ঘোর এই আলো —

আব্ছায়া বাসি ভালো ,

ঘুরে উড়ে গান গাই

খুশ্দিল,হঁশ নাই !’

চুপি চুপি ভয়ে -ভয়ে

জ্যোছ্নার আবছায়,

যেই গেনু হেঁট হয়ে

জুতো-মোজা দিতে পা’য়–

নিবে গেল রোশনাই ,

পরীদেরও খোঁজ নাই ,

কই গান ? কই সুর ?

শোনা যায় ফুর-ফুর

বাতাসের ঝুর-ঝুর

বাইরেটা ফ্যাকাশে !

ডানায় শিশির মাখি

এতখন শামা- পাখি

করছিল ডাকাডাকি ,

–ভোর হয় আকাশে ।