তিমিরদুয়ার খোলো-রবীন্দ্রসংগীত (স্বদেশ,ত্রিতাল,মিশ্র রামকেলী,স্বর-৩৬)

তিমিরদুয়ার খোলো—এসো, এসো নীরবচরণে ।

জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ।।

পুণ্যপরশপুলকে সব আলস যাক দূরে ।

গগনে বাজুক বীণা জগত-জাগানো সুরে ।

জননী, জীবন জুড়াও তব প্রসাদসুধাসমীরণে ।

জননী আমার, দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নেে ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *