তুমি নির্মল কর-রজনীকান্ত [TUMI NIRMALO KORO-RAJONIKANTA]

তাল -দাদরা

তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ;

তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে ।।

লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে ,

জানিনা কখন ডুবে যাবে কোন্ অকূল গরল পাথারে !

প্রভু , বিশ্ব বিপদ হন্তা ,তুমি দাঁড়াও রুধিয়া পন্থা ;

তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে ।।

আছ অনল অনিলে ,চির নভোনীলে ,ভূধর,সলিলে,গহনে ;

আছ বিটপীলতায় ,জলদের গায়,শশী তারকায় তপনে ।

আমি নয়নে বসন বাঁধিয়া ,ব’সে আঁধারে মরি গো কাঁদিয়া ;

আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বুঝায়ে ।।