পিয়ালী //রবীন্দ্রনাথ ঠাকুর (মহুয়া )

চাহনি তাহার ,সব কোলাহল হ’লে সারা

সন্ধ্যার তিমিরে ভাসা তারা ।

মৌনখানি সমধুর মিনতিরে

লতায়ে লতায়ে যেন মনের চৌদিকে দেয় ঘিরে ;

নির্বাক চাহিয়া থাকে, নাহি পায় ভেবে

কেমন করিয়া কী-যে দেবে ।

দুয়ার বাহিরে আসে ধীরে,

ক্ষনেক নীরব থেকে চ’লে যায় ফিরে ।

নাও যদি কয় কথা

মনে যেন ভরি দেয় সুস্নিগ্ধ মমতা ।

পায়ের চলায়

কিছু যেন দান করে ধূলির তলায় ।

তারে কিছু করিলে জিজ্ঞাসা

কিছু বলে,কিছু তবু বাকি থাকে ভাষা ।

নিঃশব্দে খুলিয়া দ্বার

অঞ্চলে আড়াল করি সে যেন কাহার

আনিয়াছে সৌভাগ্যের থালি—

নাম পিয়ালী ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *