রাত পোহালো, ফরসা হলো,
ফুটলো কত ফুল ,
কাঁপিয়ে পাখা,নীল পতাকা
যুট্লো অলিকুল।।
পূর্বভাগে নবীন রাগে ,
উঠলো দিবাকর
সোনার বরণ তরুন তপন
দেখতে মনোহর ।।
হেরে আলো চোক্ জুড়ালো
কোকিল করে গান ।
বৌ-কথা কও করে বিনয়
ভাঙ্চে ব’য়ের মান ।।
ঘরের চালে পালে পালে ,
ডাক্চে কত কাক ।
পুজো-বাটিতে জোর কাটিতে
বাজ্চে যেন ঢাক।।
মাথা তুলি মরালগুলি
নদীর জলে ধায়,
চরণ দিয়ে জল কাটিয়ে ,
সাঁতার দিয়ে যায়।।
কত কুমারি, সারি সারি
দুলচে কানে দুল।
কানন হতে ,কচুর পাতে
আন্চে তুলে ফুল।।
পান্তা খেয়ে,শান্ত হয়ে,
কাপড় দিয়ে গায়।
গোরু চড়াতে পাচন হাতে
রাখাল গেয়ে যায়।।
তাড়ি বগলে, ছেলের দলে
পাঠশালাতে যায়।
পথে যেতে কোঁচড় হোতে
খাবার নিয়ে খায়।।
এই বেলা সকালবেলা,
পাঠে দিলে মন ।
বৈকালেতে, আনন্দেতে
থাকবে যাদুধন।।