ফটিক টিং-পূর্ণেন্দু পত্রী [fotic ting-purnendu patri]

দেখতে মানুষ চামড়াধারী

নাকের ফুটো দাঁতের মাড়ি

কিন্তু বাবু হঠাৎ কেন মাথায় দুটো লম্বা শিং?

আজ্ঞে আমি ফটিক টিং।।

শিং দিয়ে কি গুঁতোও নাকি ?

মেজাজ বুঝি আগুন খাঁকি ?

কিন্তু বাপু পানের সঙ্গে গিলছো কেন খাবলা হিং ?

আজ্ঞে আমি ফটিক টিং।।

বেশ তো দেখি হাসতে পারো

যক্ষ্ণা-কাশি কাশতে পারো ,

কিন্তু বাপু লেখার সময় লিখছো কেন পিপঁড়ে-ডিম?

আজ্ঞে আমি ফটিক টিং।।

লিখছো লেখো, ভাবনাটা কই ?

চাইছো মুড়কি,হচ্ছে যে খই

কিন্তু বাপু বেঁচবে কাকে তোমার এসব ইড়িং বিং?

আজ্ঞে আমি ফটিক টিং।।