বনলতা সেন-জীবনানন্দ দাশ [Bonolata Sen-Jeebonanando Dash]

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুক্ত তার শ্রাবস্তীর কারুকার্য; অতি দূর সমুদ্রের ‘পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি -দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ” এতদিন কোথায় ছিলেন? “
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে-সব নদী -ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার বনলতা সেন।।

English Version:

Hajar bochhor dho’re ami path hatitechhi prithibir pothe,

Sinhaal somuddro theke nishither andhokare maloy sagore

Onek ghurechhi ami; bimbishar ashoker dhushar jagote

Sekhane chhilam ami; aro dur andhokare bidorbho nagore;

Ami klanto pran ek; charidike jeeboner samuddra safen,

Amare du-dondo shanti diyechhilo natorer bonolata sen|

Chul tar kobekar andhokar bidishar nisha,

Mukh tar shrabostir karukarjo; otidur somuddrer ‘por

Hal bhenge je-nabik harayechhe disha

Sabuj ghaser desh jokhon se chokhe dekhe daruchini-deeper bhitor,

Temni dekhechhi tare andhokare; bolechhe se, ” etodin kothay chhilen?”

Pakhir neerer moto chokh tule natorer bonolata sen|

Samosto diner seshe sisirer shabder maton sandhya ashe;

Danar roudrer gondho muchhe fele chil;

Prithibir sob rong nibhe gele pandulipi kore aayojon

Takhon golper tare jonakir ronge jhilmil;

Sob pakhi ghore ashe –sob nodi–furaay ee-jeeboner sob lenden;

Thake shudhu andhokar,mukhomukhi boshibar bonolata sen||