বাঁদরখেলা//প্রচলিত ছোটদের ছড়া//

বাঁদর নিয়ে ভাদুর মাসে

দেখায় ভাদু খেলা

কাঁধে যে তার মস্ত ঝোলা

সঙ্গে বাঁদর মেলা।

ডুগডুগিটা বাজায় ভাদু

ঘোরে এ গাঁ ও গাঁ

বাঁদরগুলো বড্ড পাজি

ভীষণ রাগী ও রোগা।।

একটা বাঁদর হাত দেখে

আর একটা দেখায় নাচ ।

একটা বাঁদর সুযোগ পেলে

লাফিয়ে চলে গাছ।

এসব দেখে বললে হেঁসে

ও পাড়ার ওই চাঁদু

মনটি দিয়ে বাঁদর খেলা

দেখায় কালো ভাঁদু।।