লোকে আমায় ভালোই বলে ,দিব্যি চলনসই
দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ।
ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন
মায়ের কাছে বাবার কাছে করছি বকম্ বকম্।
হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে
এক এক রকম ভঙ্গি ফোটে ,এক এক রকম নাচে ।
‘ও মা,দেখো নৃত্যনাট্য’–যেই বলেছি আমি
মা বকে দেয় ‘বড্ড তোমার বেড়েছে ফাজলামি!
চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজোমেসোর?
আদর করে দেখিয়ে ছিলেন পশুরাজের কেশর।
কদিন পরে চুনখসানো দেয়াল জুড়ে–এ কী
ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি?
ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে ,
‘জানিস ?আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে’–
শুনতে পেয়ে দিদিমনি অমনি বলেন ‘শোনো,
এসব কথা আবার যেন না শুনি কক্ষনো !’
বলি না তাই সেসব কথা ,সামলে থাকি খুব
কিন্তু সেদিন হয়েছে কি –এমনি বেয়াকুব–
আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে
শরৎমেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।।