রাতজাগা ছড়া-প্রেমেন্দ্র মিত্র [ratjaga chhora-premendra mitra]

জল পড়ে,পাতা নড়ে

এই নিয়ে পদ্য,

লিখে ফেলে ভাবলাম

হ’ল অনবদ্য।

ছাদ ছিল ফুটো তা তো

পারিনিকো জানতে,

জেগে উঠে ব’সে আছি

বিছানার প্রান্তে।

চোখে আর ঘুম নেই

শুধু শুনি ভনভন

মশা ওড়ে আর চলে

চিন্তার পল্টন।

গাছে-গাছে পাতা নড়ে

চালে শুধু পাতা নেই,

কাঁকর মেশানো চাল

মেলে শুধু ‘রেশনে’ই

ডিম ডিম ঢ়েঁড়া শুনি

আসে দুর্ভিক্ষ,

এসে তবে বাকি ক’টা

ক’রে দূর দিক গো।।

জল পড়ে দুনিয়ার

জ্বালা-করা চক্ষে

পাতা নড়ে প্রলয়ের

ঝড়ে কি অলক্ষ্যে ! ।।