বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস্ করলে তাড়া,
বলি থাম্ একটু দাঁড়া !
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গা আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গ্যে’ যেই চ’ড়েছি
ছোট এক ডাল ধ’রেছি,
ও বাবা মড়াৎ ক’রে
প’ড়েছি সড়াৎ জোরে !
পড়্বি পড়্ মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার,
দিলে খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি !
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাগিয়ে কাপড়
লাফিয়ে ডিঙ্নু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল !
আরে ধ্যাৎ শেয়াল কোথা ?
ভেলোটা দাঁড়িয়ে হোতা !
দেখে যেই আঁৎকে ওঠা
কুকুরও জুড়্লো ছোটা !
আমি কই কম্ম কাবার্
কুুকুরেই করবে সাবাড় !
“বাবা গো মাগো” বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে’ বোস্দের ঘরে,
যেন প্রাণ আসলো ধরে !
যাব ফের ? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই !
তবে মোর নামই মিছা !
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায়রে ভুলা–
মালীর ঐ পিটনীগুলা !
কি বলিস ? ফের হপ্তা?
তৌবা–নাক খপতা !
Babuder tal pukure
Habuder dal kukure
Seki bash korle tara,
Boli Tham ektu darra!
Pukurer oi kache na
Lichur ek gachh achhe na
Hota na aste giye
Ayyabboro kaste niye
Gachhe gey jei chorechhi
Chhoto ek dal dhorechhi,
O baba morat kore
Porechhi sarat jore!
Porbi por malir gharei,
Se chhilo gachher aarrei
Bata bhai boro nachhar,
Dhuma-dhum gota duchhar,
Dile khub kil o ghushi
Ekdom jorshe thhushi!
Amio bagiye thapor
De hawa chagiye kapor
Lafiye dingnu deyal,
Dekhi ek bhitre shiyal!
Are dhhat shiyal kotha?
Velota dariye hota|
Dekhe jeyi aatke othha
Kukuro jurlo chhota!
Ami koi kommo kabar
Kukurei korbe sabar!
“Baba go mago” bole
Pachiler fokol gole
Dhuki gey boshder ghore,
Jeno pran aashlo dhore!
Jabo fer? kan moli bhai,
Churite aar jodi jai!
Tobe mor namyee michha!
Kukurer chamra khicha
Seki bhai jaay re bhula–
Malir oi pitni gula!
Ki bolis ? fer hopta?
Touba—nak khopta!
[ঝিঙে ফুল ]