সঙ্ঘ-শরণ-তীর্থ/নজরুলগীতি,দেশাত্মবোধক,দাদরা

সঙ্ঘ-শরণ-তীর্থ যাত্রাপথে এসো মোরা যাই ।

সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই ।।

মোরা সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে

ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে,

সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই ।।

সঙ্ঘ-শক্তি আসিলে সর্ব ক্লৈব্য হইবে লীন

চল্লিশ কোটি মানুষ এই ভারতে

ভিন্ন হইয়া থাকি ঠাঁই ঠাঁই তাই মোরা পরাধীন ।

মোরা,সঙ্ঘবদ্ধ হই যদি একবার

জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর

পাবো সাম্য-শান্তি-অন্ন-বস্ত্র-অস্ত্র পুনঃ সবাই ।।