সজনি সজনি রাধিকা লো/রবীন্দ্রসংগীত (ভানুসিংহেরর পদাবলী,একতাল )

সজনি সজনি রাধিকা লো , দেখ অবহুঁ চাহিয়া

মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।

পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া ।

সুন্দরি সিন্দুর দেকে সীঁথি করহ রাঙিয়া ।।

সহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে ,

চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে ।

সজনি , অব উজার ‘ মঁদির কনকদীপ জ্বালিয়া,

সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল ঢালিয়া ।।

মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ বালিকা

গাঁথ যুথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা ।

তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া—

মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।