আমরা সিঁড়ি,
তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে;
তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন।
তোমরাও তা জানো
তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত,
ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্ন কে
আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে
তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি।
তবু আমরা জানি,
চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না।
আমাদের দেহে তোমাদের এই পদাঘাত।
আর সম্রাট হুমায়ুনের মতো
একদিন তোমাদের হতে পারে পদস্খলন।।
Amra Shiri,
Tomra amader mariye
Pratidin anek ucchute uthe jao,
Tarpor phireo takau na pichhoner dike;
Tomader podo-dhuli-dhonno amader book
Padaghate Khato-bhiKhato hoye Jaye pratidin.
Tomrao ta jano
Tai carpet a mure rakte Chao Amader buker khato,
Dheke rakhte Chao tomader o
Ottacharer chinhon ke
Ar chepe rakhte chao prithibir kache
Tomader Garba- ddhato, ottachari podho- Dhoni.
Tobu amra jani,
Chirokal r prithibir kache
Chapa thakbe na
Amader dehe Tomader ei pada- ghat.
Ar Samrat humayuner Moto
Ekdin Tomader O hote pare pado-skhalon..||