স্নেহ-বিহ্বল,করুনা-ছলছল,
শিয়রে জাগে কার আঁখি রে !
মিটিল সব ক্ষুধা,সঞ্জীবনী সুধা
এনেছে,অশরণ লাগি রে ।
শ্রান্ত অবিরত যামিনী-জাগরণে,
অবশ কৃশ তনু মলিন অনশনে;
আত্মহারা,সদা বিমুখী নিজ সুখে,
তপ্ত তনু মম,করুনা-ভরা বুকে
টানিয়া লয় তুলি,যাতনা-তাপ ভুলি,
বদন-পানে চেয়ে থাকি রে !
করুণে বরষিছে মধুর সান্তনা,
শান্ত করি মম গভীর যন্ত্রনা ;
স্নেহ-অঞ্চলে মুছায়ে আঁখিজল,
ব্যথিত মস্তক চুম্বে অবিরল,
চরণ-ধূলি সাথে,আশিষ্ রাখে মাথে,
সুপ্ত হৃদি উঠে জাগি রে ।
আপনি মঙ্গলা,মাতৃরূপে আসি,
শিয়রে দিল দেখা পুণ্য-স্নেহরাশি,
বক্ষে ধরি চির-পীযূষ-নির্ঝর,
নিরাশ্রয়-শিশু-অসীম-নির্ভর ;
নমো নমো নমঃ,জননী দেবী মম !
অচলা মতি পদে মাগি রে ।।



