ছড়া //সুচিত্রা মিত্র

শুনেছি, রেলগাড়িতে জন্মেছিলাম

দুই পায়ে তাই চাকা

সারাজীবন ছুটেই গেলাম

হয়নি বসে থাকা ।

যাই যদি আজ উত্তরে ভাই

কালকে যাব দক্ষিণে

পশ্চিমে যাই দিনের বেলা

রাত্তিরে ঘুরি পুবকে চিনে ।

হিল্লী দিল্লী স্বদেশ বিদেশ

চক্করের আর নাই রে শেষ

প্রাণটা বাঁচে চাকা দুটো

কেউ যদি ভাই নেয় কিনে ।

প্রায়ই ভাবি আপন মনে

ফুরোবে পথ কোন্ বিজনে

ছোটা ফেলে ছুটির আশায়

রই চেয়ে তাই নির্ণিমেষ ।।

(4th Jan,2011প্রতিদিন এ প্রকাশিত)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *