নও তুমি বন্ধু—-
হও শত্রু, অথবা চরম মিত্র,
বন্ধুত্বের গরল আমারে দিও না,
সে তুমি বিলাও অন্য কাহারে;
সে গরল গলাদ্ধকরন
আমার সাধ্যাতীত ।
ঘৃণা,উপেক্ষা,অপমান
ঝরুক আমার প্রতি ।
সেই আমার শান্তি
চরম প্রাপ্তি ।
যদি জন্মান্তর সত্য হয়
তবে যুগান্তরও সত্য ।
যদি ধর্ম সত্য হয়
তবে জাতিও সত্য ।
যদি রাজা সত্য হয়
তবে প্রজাও সত্য ।
যেদিন ব্যবধান যাবে ঘুচে
সেদিন আমি
অমানুষ থেকে মানুষ হব ।
তোমার ঘৃণার দহনে
আসুক সেই যুগান্তর
আমার তৃণে আসুক নবাঙ্কুর ।
সম্ভাবনার আশ্বাস ,
রিন্ রিন্ শব্দ ধ্বনিত হোক ,
আমার চারিপাশ ;
প্রশ্ন আছে ? —উত্তর নেই !
পদ্মের মাতৃহৃদয় কি
লাঞ্ছিত হয় ‘পঙ্কজ’ নামে ?
দেবতার পাদপদ্মে শুধুই ইন্দিবরের স্থান–ইন্দিবর–
পঙ্কজের কি নয় ? —-শ্বেতবর্ণ পদ্ম ।
একলব্যের অস্ত্রসাধনা কি
সাধনা নয় ?
কেন সে রইল পড়ে
নিষ্ফল আর হতাশের দলে ?
ঐক্য সত্য নয়
বিভেদই সত্য ।
মানুষ সত্য নয়
জাতিই সত্য ।
রাজ্য সত্য নয়
রাজাই সত্য ।
অমৃত সত্য নয়
গরলই সত্য ।
মিলন সত্য নয়
বিচ্ছেদই সত্য ।
তাই চাই না বন্ধুত্ব
উপেক্ষার বৃশ্চিক দংশাক
সারা দেহে আমার ।
নীলকন্ঠ না হতে পারি
নীলদেহীতো হব ।।