টুনটুনি-প্রচলিত ছড়া

এক যে ছিল টুনটুনি

থাকলে বেগুন গাছে,

এমন সময় বেড়াল মাসি

এলেন তারি কাছে (৩ বার লাফ) ।

টুনটুনি যে, আয়না কাছে

একটু আলাপ করি ,

কথা বলার সঙ্গী নেই

যে একলা ঘুরে মরি ।

টুনি বলে,মতলব তোর

নয়কো ভালোবাসি,

গেলেই কাছে ধরবি গলা

এখন তবে আসি ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *