ধ্বনিল আহ্বান মধুর-রবীন্দ্রসংগীত(পূজা,তেওড়া,স্বর-১৩)

ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,

দিকে দিগন্তরে ভূবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে ।।

হেরো গো অন্তরে অরূপসুন্দরে, নিখিল সংসারে পরমবন্ধুরে,

এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে ।।

কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল , হউক নিঃশেষ—

চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে ।

স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম—

মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে ।।