কী সুর বাজে-রবীন্দ্রসংগীত (পূজা,কাওয়ালি,পিলু বারোয়াঁ,স্বর-৩৬ )

কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে ।।

কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কী ধন মাগি—

তাকাই কেন পথের পানে ।।

দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে ।

সকাল-সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে—

বাজায় কে যে কিসের তানে ।।