আজ নাহি নাহি-রবীন্দ্রসংগীত (পূজা,ত্রিতাল,মিশ্র সিন্ধু,স্বর-৩৬)

আজ নাহি নাহি নিদ্রা আঁখিপাতে ।

তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,

দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে ।।

ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,

রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে ।

দ্বার খোলো হে দ্বার খোলো—

প্রভু, করো দয়া, দেহো দেখা দুখরাতে ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *