ঘোর দুঃখে জাগিনু-রবীন্দ্রসংগীত (পূজা,ত্রিতাল,বিভাস,স্বর-৩৬)

ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী

একেলা হায় রে — তোমার আশা হারায়ে ।।

ভোর হল নিশা, জাগে দশ দিশা—

আছি দ্বারে দাঁড়ায়ে

উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে ।।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *