তিমির বিভাবরী-রবীন্দ্রসংগীত (প্রেম,ত্রিতাল,বেহাগ,স্বর-৩৬)

তিমির বিভাবরী কাটে কেমনে

জীর্ণ ভবনে , শূন্য জীবনে—

হৃদয় শুকাইল প্রেম বিহনে ।।

গহন আঁধার কবে পুলকে পূ্র্ণ হবে

ওহে আনন্দময় , তোমার বীণারবে—

পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *