দূর-দ্বীপ-বাসিনী/নজরুলগীতি (কিউবান্ সুর,কাহার্বা )

দূর-দ্বীপ-বাসিনী—।

চিনি তোমারে চিনি,–

দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো

সুমন্দ-ভাষিণী ।।

প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে

শুনেছি তোমারি অশান্ত রাগিণী ।।

বাজাও কি বুনো সুর পাহাড়ী বাঁশিতে—

বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে–

তব কবরী মূলে নব এলাচীর ফুল

দোলে কুসুম-বিলাসিনী ।।