হলুদ-গাঁদার ফুল, রাঙা-পলাশ ফুল ।
এনে দে এনে দে নইলে বাঁধব না বাঁধব না চুল ।।
কুসমী রং শাড়ি, চুড়ি-বেলোয়ারি
কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে
বাবলা ফুল আমের মুকুল ।।
তিরকুট পাহাড়ে শাল-বনের ধারে
বসবে মেলা আজি বিকাল বেলায়,
দলে দলে পথে চলে সকাল হ’তে
সাঁওতাল সাঁওতালনী নূপুর বেঁধে পায় ।
যেতে দে ঐ পথে , বাঁশী শুনে শুনে পরাণ বাউল ।।
পলার মালা নাই কি যে করি ছাই—
গাঁথব মালা রে এনে দে এনে দে
এনে দে রে সিঁয়া-কুল ।।



