বানভাসি//দেবব্রত সিংহ (আঞ্চলিক কবিতা )
আমি বানভাসি লোক বঠি গ নামটা হল্য মতি সদ্দার বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থাকে গেল বছর তক খরার চোটে দকড়কঁচা হয়্যে ছিলম ই বছর আবার বানভাসি, কাগজআওলাদের বললম ‘বাবু লেখে লিবেন,আমার কথা ‘ট’ কিন্তুক গাঁয়ের লোক কাগজবাবুকে ভাঁওরাই দিলেক নাহালে লেখা ক্যানে । কাগজআওলা ফটক তুলা কল তক তাক …
