হঠাৎ যদি ৹ প্রেমেন্দ্র মিত্র
আামায় যদি হঠাৎ কোনো ছলে কেউ ক’রে দেয় আজকে রাতের রাজা , করি গোটাকয়েক আইন জারি দু’এক জনায় খুব ক’ষে দিই সাজা। মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের,আজকে মহোৎসব। বৃষ্টি-ফোঁটার ফেলি চিকন চিক্ ঝুলিয়ে ঝালর ঢাকি চর্তুদিক, দিলদরিয়া মেজাজ ক’রে কই, বাজগুলো সব স্ফূর্তি ক’রে বাজা । আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় …