বাংলার মুখ আমি দেখিয়াছি ৹ জীবনানন্দ দাশ [Banglar Mukh Aami Dekhiyachhi ৹ Jeebanananda Dash ]
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে ব’সে আছে ভোরের দোয়েল পাখি– চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তুপ জাম-বট-কাঁঠালের -হিজলের-অশত্থের ক’রে আছে চুপ ; ফণীমনসার ঝোঁপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে ; মধুকর ডিঙা থেকে না জানি সে কবে …