শিউলি ফুল শিউলি ফুল-রবীন্দ্রসংগীত (প্রকৃতি পর্যায়,দাদরা তাল,স্বরবিতান-৩ )
শিউলি ফুল,শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল ।। রাতের বায় কোন্ মায়ায় আনিল হায় বনছায়ায়, ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল ।। কেন রে তুই উন্মনা ! নয়নে তোর হিমকণা । কোন্ ভাষায় চাস বিদায় , গন্ধ তোর কী জানায়— সঙ্গে হায় পলে পলেই দলে দলে যায় বকুল ।।