উত্তরাধিকার//সুনীল গঙ্গোপাধ্যায়
নবীন কিশোর ,তোমাকে দিলাম ভুবনডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা,রাত্রির মাঠে চিৎ হয়ে শুয়ে থাকা এ-সব এখন তোমারই,তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ,ক্রোধ শিহরন। নবীন কিশোর,তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ, জলন্ত বুকে কফির চুমুক,সিগারেট চুরি,জানালার পাশে বালিকার প্রতি …