নোটবই //সুকুমার রায়
এই দেখ পেনসিল,নোটবুক এ-হাতে এই দেখ ভরা সব কিলবিল লেখাতে । ভালো কথা শুনি যেই চট্পট্ লিখি তায়— ফরিঙের ক’টা ঠ্যাং,আরশুলা কি কি খায় ; আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট্চট্, কাতুকুতু দিলে গরু কেন করে ছট্ফট্ । দেখে শিখে প’ড়ে শুনে ব’সে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ । কান করে …
