মিথ্যে রাজার দেশে//রতনতনু ঘাটী
সেপাই বলল, ”রাজার হুকুম আজ তোমাদের ছুটি ! ” আকাশ বলল, ”আমি তো রোজ সকাল-সকাল উঠি । গাছে -পাতায় আলো মাখাই নদীকে দিই ঢেউ…” সেপাই বলল, ”আজ থেকে সব করবে অন্য কেউ !” নদী বলল, ”হুজুর আমি গরিব লোকের ঘরে কল্পনা দিই বিনি পয়সায় কী হবে এর পরে ?” সেপাই বলল,”রাজার আদেশ, খুব যে বুকের …
