ফিরে আসা
ফিরে আসাএকদিন ছিলাম বনের মানুষযাকে ইতিহাস বলে – ‘বনমানুষ’।মনের আনন্দে এ ডাল থেকেসে ডাল, সে ডাল থেকেঅন্য ডালে নিজের সঙ্গীদেরনিয়ে ঘুরে বেড়িয়েছি কত –ছিল না কোন বাঁধন,কোন ঘর,কোন নিয়ম শাষনযখন যাকে পেরেছিনিয়েছি সঙ্গী করে,করেছি তৃপ্তিসাধন।। তারপর এল ঘরবাঁধার পালাতৈরি হল সমাজ,পড়ল পায়ে বেড়ি –ছিন্ন হল ডালে ডালেঘুরে বেড়াবার আনন্দ।।সমাজ দিল নতুন ঘরনতুন সঙ্গী, নতুনভাবেসৃষ্টির সাধ।। …