গরু কি আর সাধে বলে?-ভবানী প্রসাদ মজুমদার [garu ki ar sadhe bole?–bhabani proshadh majumder
ভেবে ভেবেই হারু গোয়ালারমুখটা হল সরু!কি ভুল করেই কিনেছিলেনবিদঘুটে এই গরু!কপাল নেহাত খারাপ হলেইএমন গরু জোটে!শয়তানটা ঘাস ছাড়া আরখায় না কিছুই মোটে!সকাল-বিকাল দুই বেলাতেইকোথায় পাবেন ঘাস?আজকাল আর হয় কি কোথাওসবুজ ঘাসের চাষ!তাইতো তিনি বুদ্ধি করেইখর ভিজিয়ে কেটে,গরুর চোখে সবুজ কাঁচেরগগলস্ দিলেন এঁটে!গো-মুখ্যু আর সাধে বলে?গরুর পায়ে গড়!সবুজ চোখে ঘাস ভেবে তাইচিবোয় ভিজে খড়!