ঊষসী // রবীন্দ্রনাথ ঠাকুর ( মহুয়া )
ভোরের আগের যে প্রহরে স্তব্ধ অন্ধকার –‘ পরে সুপ্তি-অন্তরাল হতে দূর সূর্যোদয় বনময় পাঠায় নূতন জাগরনী, অতি মৃদু শিহরনী বাতাসের গায়ে ; পাখির কুলায়ে অস্পষ্ট কাকলি ওঠে আধোজাগা স্বরে, স্তম্ভিত আগ্রহ ভরে অব্যক্ত বিরাট আশা ধ্যানে মগ্ন দিকে দিগন্তরে ও কোন তরুন প্রানে করিয়াছে ভর, অন্তর্গূঢ় সে প্রহর আত্ম-অগোচর । চিত্ত তার আপনার গভীর অন্তরে …