কী খাবি ? অসিত কুমার বন্দ্যোপাধ্যায় (১৯২০-২০০৩)
শোন্ শোন্ খোকা খুকু নাতি আর নাতনি খাবি যদি কাছে আয় উচ্ছের চাটনি । ঢ্যাঁড়সের বিরিয়ানি,ধুঁধুলের দই মাছ, যা খেয়ে বড়োর দল জুড়ে দেবে ছৌনাচ । কলার খোসার সাথে নিমপাতা মিশিয়ে এ কয় বিলিতি খানা পুরোপুরি দিশি -এ । চিরতার জল দিয়ে ভেজে ফেল পাঠ শাখ তার সাথে বাঘা ওল চাকা চাকা করে রাখ । …