ঘুম-জাগানো পাখি//কাজি নজরুল ইসলাম
আমি হবো সকালবেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠবো আমি ডাকি ! সূর্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে । বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো ! হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো ? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে গো মা …