head mastarer chhori // [ nazrulgeeti-chharar gan] হেডমাস্টারের ছড়ি

TAAL: Kaharba

{Head-mastarer chhori second-mastarer dari|

Third- mastarer teri kare dekhi kare chhari}||

{Head-ponditer tikir sathe oder jeno aari}||

{Daraiya oi high benche hashire mukh bhengche bhengche}|

{Khora-second mondit jaay lengche} huko hate barri

Tar mukh noy telo harri mor heshe chhire jaay narri||

{হেডমাস্টারের ছড়ি সেকেন্ডমাস্টারের্ দাড়ি

থার্ডমাস্টারের্ টেরি কারে দেখি কারে ছাড়ি}।।

{হেডপন্ডিতের টিকির সাথে ওদের যেন আড়ি}।।

{দাঁড়াইয়া ওই হাইবেঞ্চে হাসিরে মুখ ভেংচে ভেংচে} ।

{খোঁড়াসেকেন্ড পন্ডিত যায় লেংচে} হুঁকো হাতে বাড়ী

তার মুখ নয় তেলো হাঁড়ি মোর্ হেসে ছিঁড়ে যায় নাড়ি ।।