—দূরে চলে যাও। তবু ছায়া
আঁকা থাকে মেঘে। যেন ওড়ে
বাতাসের সাদা বারান্দায়
বালুচরী...
বাঘের মুখে ঝুল্তো যদি ,
রাম ছাগলের দাঁড়ি !
শুয়োর যদি পাখির মতো ,
উড়ত ডানা নাড়ি ।
গাছের ডালে...
—তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর ।
—এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি ।
কিন্তু তার বদলে...
—তোমাদের ওখানে এখন লোডশেডিং কী রকম ?
—বোলো না। দিন নেই, রাত নেই,জ্বালিয়ে মারছে।
—তুমি...
দেখতে মানুষ চামড়াধারী
নাকের ফুটো দাঁতের মাড়ি
কিন্তু বাবু হঠাৎ কেন মাথায় দুটো লম্বা শিং?
আজ্ঞে...
রাত পোহালো, ফরসা হলো,
ফুটলো কত ফুল ,
কাঁপিয়ে পাখা,নীল পতাকা
যুট্লো অলিকুল।।
পূর্বভাগে নবীন রাগে...
এ দেশ আমার গর্ব,
এ মাটি আমার কাছে সোনা ।
এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত
আমার সহস্র সাধ,সহস্র...
জল পড়ে,পাতা নড়ে
এই নিয়ে পদ্য,
লিখে ফেলে ভাবলাম
হ’ল অনবদ্য।
ছাদ ছিল ফুটো তা তো
পারিনিকো...
যখন রব না আমি মর্তকায়ায়
তখন স্মরিতে যদি হয় মন,
তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়
যেথা এই চৈত্রের শালবন।
হেথায়...
বহুদিন হল কোন্ ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়,
এলে তুমি ঘন বরষায়।
আজি উত্তাল তুমুল ছন্দে
আজি নবঘন-বিপুলমন্দ্রে
আমার...
জাগো রে, জাগো রে, চিত্ত,জাগো রে–
জোয়ার এসেছে অশ্রু সাগরে ।
কূল তার নাহি জানে, বাঁধ আর নাহি...
ফুট্ফুটে জোছ্নায়
জেগে শুনি বিছানায়
বনে কারা গান গায়,
রিমি-ঝিমি,ঝুম-ঝুম–
‘চাও কেন...
ঘুম ভাঙলেই আমি যেন উঠে দেখবো
বৃষ্টি আর নেই,
ধোয়ানো ধবধবে ক’টা
মেঘ শুধু আকাশে টাঙানো;
বাতাসে...
এখন ও তোমার সেই ডানা ঝাঁপটানোর শব্দ শুনতে পাই;
এখন ও তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে ।
গগনবিহারী...
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে ।
কেউ বা তোমায় ভালোবাসে
কেউ বা বাসতে পারে...
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও...
রুদ্র,তোমার দারুন দীপ্তি
এসেছে দুয়ার ভেদিয়া ;
বক্ষে বেজেছে বিদ্যুৎবাণ
স্বপ্নের জাল ছেদিয়া ।।
ভাবিতেছিলাম...
বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর :
অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে...
হায় চিল ,সোনালী ডানার চিল ,এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদো নাকো উড়ে- উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে !
তোমার...
বুকের মধ্যে বৃষ্টি নামে,নৌকো টলোমলো
কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল
নেই নিকটে –হয়তো ছিলো বৃষ্টি...
আমি তো ছিলাম ঘুমে ,তুমি মোর শীর চুমে
গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে ।
চল রে অলস কবি...
সাম্যের গান গাই—
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই !
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যান-কর
অর্ধেক...
কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জু’ড়ে
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে,কে তুমি পাহাড়-চূড়ে ?
হায়...
আজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
জাগছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে।।
উঠলো কখন ভীম কোলাহল,
আমার...
আগুনের ফুলকি ছুটে,ফুলকি ছুটে
ফাগুনের ফুলকি ফুটে
নবযুগ পত্রপুটে,ফাগুনের ফুলকি ফুটে।।
উলকার উলকি...
তোমাকে পাওয়ার জন্যে,হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার...
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা,অবিনাশী গান ।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ,ঝাঁকড়া চুলের বাবরি...
কোনোদিন গেছ কি হারিয়ে,
হাট-বাট নগর ছাড়িয়ে
দিশাহারা মাঠে,
একটি শিমুলগাছ নিয়ে
আকাশের বেলা যেথা...
তারপরও কথা থাকে ;
বৃষ্টি হয়ে গেলে পর
ভিজে ঠান্ডা বাতাসের মাটি-মাখা গন্ধের মতন
আবছায়া মেঘ-মেঘ কথা;
কে...
উত্তরাধিকার সূত্রে
পেয়েছি শুধু ,এক গুচ্ছ চাবি
ছোট-বড়ো মোটা-বেঁটে
নানারকমের নানা ধরনের চাবি….
মা...
ছেলেটার বয়স হবে বছর-দশেক,পরের ঘরে মানুষ,যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা-মালীর যত্ন নেই,আছে আলোক বাতাস বৃষ্টিপোকামাকড়...
ইল্শে গুঁড়ি//
ইল্শে গুঁড়ি! ইল্শে গুঁড়ি!ইলিশ মাছের ডিম।ইল্শে গুঁড়ি ইলশে গুঁড়িদিনের বেলার হিম।কেয়া...
এসব কথা শুনলে তোদের লাগবে মনে ধাঁধা,কেউবা বুঝে পুরোপুরিকেউবা বুঝে আধা।কারে বা কই কিসের কথা,কই যে দফে...
গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা,মনের সুখে গাল ফুলিয়ে, গান ধরেছেন খাসা।রাজার হাতি হাওদা পিঠে...
ভেবে ভেবেই হারু গোয়ালারমুখটা হল সরু!কি ভুল করেই কিনেছিলেনবিদঘুটে এই গরু!কপাল নেহাত খারাপ হলেইএমন গরু...
(আহা) ঠুকরিয়ে মধু কুলকুলিপালিয়ে গিয়েছে বুলবুলি;–টুলটুলে তাজা ফলের নিটোলেটাট্কা ফুটিয়ে ঘুলঘুলি!
(হের)...
ছন্দের কবিতা :
ঐ দেখো গো আজ্কে আবার পাগলি জেগেছে,ছাই মাখা তার মাথার জটায় আকাশ ঢেকেছে!মলিন হাতে ছুঁয়েছে...
ঝর্না ঝর্না সুন্দরী ঝর্না!তরলিত চন্দ্রিকা! চন্দন- বর্ণা!অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে,গিরি- মল্লিকা দোলে...
দেখিনু সেদিন রেলে,কুলি ব’লে এক বাবুসা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!চোখ ফেটে এল জল,এমনি ক’রে...
বর্তমানের কবি আমি ভাই ,ভবিষ্যতের নই ‘নবী !’কবি ও অকবি যাহা বল মোরে মুখ বুঝে তাই সই সবই!কেহ...
ফাঁসির রশ্মি ধরি’আসিছে অন্ধ স্বদেশ দেবতা, পলে পলে অনুসরি ‘মৃত্যু-গহন যাত্রীদলের লাল পদাঙ্ক-রেখা!যুগযুগান্তর-...
তোমাকে একটা গাছের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেবোসারা জীবন তুমি তার পাতা গুনতে ব্যস্ত থাকবেসংসারের কাজ তোমার...
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবিএমন ছিল না আষাঢ়- শেষের বেলাউদ্যানে ছিল বরষা পীড়িত ফুলআনন্দ-ভৈরবী।
আজ...
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়াকেবল শুনি রাতের কড়া নাড়া‘অবনী বাড়ি আছো?’
বৃষ্টি পড়ে এখানে...
কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল,মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল।দুঃখ- যুগের ধারায় ধারায়যারা...
আমরা সিঁড়ি,তোমরা আমাদের মাড়িয়েপ্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে;তোমাদের...
STRESSIn classrooms and lecture halls,Where young minds strive to learn it all,There lurks a beast that...
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে,বনের পাখি ছিল বনে।একদা কি করিয়া মিলন হল দোঁহে,কী ছিল বিধাতার মনে।বনের...
আজি এ প্রভাতে রবির করকেমনে পশিল প্রাণের ‘পর,কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান।
না জানি...
দূর হতে ভেবেছিনু মনে–দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে।তুমি বিভীষিকা,দুঃখীর বিদীর্ণ...
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।বাদলের ধারা ঝরে ঝরঝর,আউশের ক্ষেত...
একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলেধুলি- ‘পরে বসে আছে পা দুখানি মেলে।ঘাটে বসি মাটি ঢেলা লইয়া কুড়ায়েদিদি...
খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে;কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,সকাল হইতে...
কোরাস:—দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাপারলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার!
দুলিতেছে...
বেলা- শেষে উদাস পথিক ভাবেসে যেন কোন অনেক দূরে যাবে–উদাস পথিক ভাবে।
‘ঘরে এস’, সন্ধ্যা...
কোরাস:—চল্ চল্ চল্ !ঊর্ধ্ব গগনে বাজে মাদলনিম্নে উতলা ধরণী তলঅরুণ প্রাতের তরুণ দলচল্ রে চল্ রে চল্...
ব্যথার সাঁতার-পানি-ঘেরাচোরাবালির চর,ওরে পাগল! কে বেঁধেছিস্সেই চরে তোর ঘর?শূন্যে তড়িৎ দেয় ইশারাহাট...
অমলকান্তি আমার বন্ধু,ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না,শব্দরূপ জিজ্ঞেস...
কাঠ্বেড়ালি ! কাঠ্বেড়ালি ! পেয়ারা তুমি খাও ?
গুড়-মুড়ি খাও ? দুধ-ভাত খাও ? বাতাবি নেবু ? লাউ...
অ-মা ! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং ?
খ্যাঁদা নাকে নাচছে ন্যাদা—নাক্-ডেঙাডেং-ড্যাং !
ওঁর...
ভোর হলো
দোর খোলো
খুকুমণি ওঠো রে!
ঐ ডাকে
যুঁই- শাখে
ফুল- খুকি ছোট রে!
খুকুমণি ওঠো রে !
রবি মামা
দেয় হামা
গায়ে...
হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,তিন জনেতে...
আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,ভোরের...
মাকে আমার পড়ে না মনে।শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণেএকটা কি সুর...
হেথা হতে যাও পুরাতন,হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে।আবার বাজবে বাঁশি, আবার উঠেছে হাসি,বসন্তের বাতাস রয়েছে।সুনীল...
আজি হতে শতবর্ষ পরেকে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতুহলভরে, আজি হতে শতবর্ষ পরে!আজি নব...
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,হাসির কথা...
সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপবিকেলের নক্ষত্রের কাছে;সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতা আছে।এই পৃথিবীর...
আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে- এই বাংলায়হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;হয়তো...
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরেঅনেক...
Talgachh Ek paye dariye Sob gachh chhariye ...
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস্ করলে তাড়া,
বলি থাম্ একটু দাঁড়া !
পুকুরের...
মানুষ বড়ো কাঁদছে , তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও
মানুষই ফাঁদ পাতছে ,তুমি পাখির মতো পাশে দাঁড়াও
মানুষ...
ভাবছি ; ঘুরে দাঁড়ানোই ভালো ।
এত কালো মেখেছি দু হাতে
এত কাল ধরে
কখনো তোমার ক’রে,...
সবাই দেখছে যে রাজা উলঙ্গ
তবুও সবাই হাততালি দিচ্ছে ।
সবাই চেঁচিয়ে বলছে ; শাবাশ , শাবাশ !
কারও মনে...
বাঁদর নিয়ে ভাদুর মাসে
দেখায় ভাদু খেলা
কাঁধে যে তার মস্ত ঝোলা
সঙ্গে বাঁদর মেলা।
ডুগডুগিটা বাজায়...
আমাদের ময়না,
গান আর গায়না
ধরে শুধু বায়না
চাই তার গয়না ।
বাগানেতে বুলবুল
করে শুধু...
ও পাড়ার ময়না
কেন কথা কয়না ?
জানলাম ইতিহাস ঘেঁটে ।
ভুল করে একদিন
খেয়েছিল আলপিন্
সেই থেকে গলা...
মিছিলে দেখেছিলাম একটি মুখ,
মুষ্টিবদ্ধ একটি শাণিত হাত
আকাশের দিকে নিক্ষিপ্ত ;
বিস্রস্ত কয়েকটি কেশাগ্র
আগুনের...
আমি হবো সকালবেলার পাখি
সবার আগে কুসুম-বাগে উঠবো আমি ডাকি !
সূর্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে
হয়নি...
অ বিল্লী বিল্লী
উঠে কোথায় চললি ?
কাঁটা রেখেছি পা-তে
দুধ মেখেছি ভা-তে
খেয়ে গিয়ে শো না
কে করেছে...
অ রবিঠাকুর হে—
তুকে ই বোশেখে গেরামে লিয়ে যাব-অ
শহর তুকে লাচায় কোঁদায়
বিরিজ বানিয়ে শোয়া করায়
রাস্তা...
আামায় যদি হঠাৎ কোনো ছলে
কেউ ক’রে দেয় আজকে রাতের রাজা ,
করি গোটাকয়েক আইন জারি
দু’এক...
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ঐ যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা;
নক্ষত্রের রুপালি...
আয় বৃষ্টি হেনে ,
ছাগল দেব মেনে,
বোমা যাবে ডুবে
ডাকাতের দল উবে।
সুন্দরবনে ভীষণ বাঘ
তাদের...
এক
সাঁওতাল মেয়েদের গান—
পাহাড়িয়া মধুপুর,মেঠো ধূলিপথ
দিনশেষে বৈকালী মিষ্টি শপথ :
‘মোহনিয়া...
কাল সারারাত
একটা ছেলেকে ফলো করতে করতে
আমার স্বপ্ন ক্লান্ত হয়ে গেছে।
গোড়ালি-ছেঁড়া পাজামা
আর মভ্...