ক্ষত যত ক্ষতি যত-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,কাহার্বা তাল,স্বরবিতান-৩)

ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে,

নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে ।।

কী হল না, কী পেলে না, কে তব শোধে নি দেনা

সে সকলই মরীচিকা মিলাইবে পিছে ।।

এই-যে হেরিলে চোখে অপরুপ ছবি

অরুণ গগনতলে প্রভাতের রবি—

এই তো পরম দান সফল করিল প্রাণ,

সত্যের আনন্দরূপ এই তো জাগিছে ।।