Song & Notation

জয় তব বিচিত্র-রবীন্দ্রসংগীত (পূজা,তেওড়া,বৃন্দাবনী সারঙ্গ,স্বর-৩৬

জয় তব বিচিত্র আনন্দ, হে কবি, জয় তোমার করুণা । জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা । জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা ।। জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব, জয় তিমিরনিবিড় নিশীথিনী ভয়দায়িনী । জয় প্রেমমধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদবেদনা ।।

ঘোর দুঃখে জাগিনু-রবীন্দ্রসংগীত (পূজা,ত্রিতাল,বিভাস,স্বর-৩৬)

ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী একেলা হায় রে — তোমার আশা হারায়ে ।। ভোর হল নিশা, জাগে দশ দিশা— আছি দ্বারে দাঁড়ায়ে উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে ।।।

আজি কমলমুকুলদল-রবীন্দ্রসংগীত (বিচিত্র,ত্রিতাল,মিশ্র বাহার,স্বর-৩৬ )

আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল— মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল ।। গগন মগন হল গন্ধে, সমীরণ মুর্ছে আনন্দে, গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে— নিখিলভুবনমন ভুলিল— মন ভুলিল রে মন ভুলিল ।।

আজ নাহি নাহি-রবীন্দ্রসংগীত (পূজা,ত্রিতাল,মিশ্র সিন্ধু,স্বর-৩৬)

আজ নাহি নাহি নিদ্রা আঁখিপাতে । তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে ।। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে । দ্বার খোলো হে দ্বার খোলো— প্রভু, করো দয়া, দেহো দেখা দুখরাতে ।।

কী সুর বাজে-রবীন্দ্রসংগীত (পূজা,কাওয়ালি,পিলু বারোয়াঁ,স্বর-৩৬ )

কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে ।। কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কী ধন মাগি— তাকাই কেন পথের পানে ।। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে । সকাল-সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে— বাজায় কে যে কিসের তানে ।।

ডাকে বার বার-রবীন্দ্রসংগীত (বিচিত্র,ত্রিতাল,কেদারা,স্বর-৩৬ )

ডাকে বার বার ডাকে, শোনো রে, দুয়ারে দুয়ারে আঁধারে আলোকে ।। কত সুখদুঃখশোকে কত মরণে জীবনলোকে ডাকে বজ্রভয়ঙ্কর রবে– সুধাসঙ্গীতে ডাকে দ্যুলোকে ভূলোকে ।।

প্রথম আদি তব-রবীন্দ্রসংগীত (পূজা,দীপক,সুরফাঁকতাল,স্বর-৩৬ )

প্রথম আদি তব শক্তি— আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে ।। তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে ।। তোমার চিদাকাশে ভাতে সূর্য চন্দ্র তারা, প্রাণতরঙ্গ উঠে পবনে । তুমি আদিকবি , কবিগুরু তুমি হে, মন্ত্র তোমার মন্দ্রিত সব ভুবনে ।।

আমি চঞ্চল হে-রবীন্দ্রসংগীত (প্রেম,দাদরা,ভৈরবী,স্বর-৩৬)

আমি চঞ্চল হে , আমি সুদূরের পিয়াসি । দিন চলে যায় , আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে— ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী ।। ওগো সুদূর , বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি– মোর ডানা নাই , আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি ।। আমি উন্মনা হে …

আমি চঞ্চল হে-রবীন্দ্রসংগীত (প্রেম,দাদরা,ভৈরবী,স্বর-৩৬) Read More »

মহারাজ,একি সাজে-রবীন্দ্রসংগীত (প্রেম,ঝাঁপতাল,বেহাগ,স্বর-৩৬)

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে ! চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ।। গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বীণাসম বাজে ।। একি পুলকবেদনা বহিছে মধুবায়ে ! কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে । পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে— নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে ।।