Song & Notation

আজ ধানের ক্ষেতে-রবীন্দ্রসংগীত (প্রকৃতি পর্যায়,কাহার্বা তাল,স্বর-৫০)

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই— লুকোচুরি খেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই– লুকোচুরি খেলা ।। আজ ভ্রমর ভোলে মধু খেতে– উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই— লুকোচুরি খেলা ।। ওরে, যাব না …

আজ ধানের ক্ষেতে-রবীন্দ্রসংগীত (প্রকৃতি পর্যায়,কাহার্বা তাল,স্বর-৫০) Read More »

তুমি খুশি থাকো-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,দাদরা তাল,স্বর-৫৬)

তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ।। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভূবন ছেয়ে ছেয়ে ।। ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া । তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো– আমার হাসি বেড়ায় ভাসি তোমার …

তুমি খুশি থাকো-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,দাদরা তাল,স্বর-৫৬) Read More »

সজনি সজনি রাধিকা লো/রবীন্দ্রসংগীত (ভানুসিংহেরর পদাবলী,একতাল )

সজনি সজনি রাধিকা লো , দেখ অবহুঁ চাহিয়া মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।। পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া । সুন্দরি সিন্দুর দেকে সীঁথি করহ রাঙিয়া ।। সহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে , চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে । সজনি , অব উজার ‘ মঁদির কনকদীপ জ্বালিয়া, সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল …

সজনি সজনি রাধিকা লো/রবীন্দ্রসংগীত (ভানুসিংহেরর পদাবলী,একতাল ) Read More »

কার মিলন চাও বিরহী-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,তেওড়াতাল,শ্রীরাগ )

কার মিলন চাও বিরহী— তাঁহারে কোথা খুঁজিছ ভব-অরণ্যে কুটিল জটিল গহনে শান্তিসুখহীন ওরে মন ।। দেখো দেখো রে চিত্তকমলে চরণপদ্ম রাজে —হায় ! অমৃতজ্যোতি কিবা সুন্দর ওরে মন ।।

মহারাজ, একি সাজে-রবীন্দ্রসংগীত(পূজা পর্যায়, ঝাঁপতাল,বেহাগ রাগ )

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে ! চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ।। গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বীণাসম বাজে ।। একি পুলকবেদনা বহিছে মধুবায়ে ! কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে । পলক নাহি নয়নে , হেরি না কিছু ভুবনে— নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে ।।

সবারে করি আহ্বান-রবীন্দ্রসংগীত(আনুষ্ঠানিক পর্যায়,২/২ ছন্দ,স্বরবিতান-৫৫)

সবারে করি আহ্বান— এসো উৎসুকচিত্ত , এসো আনন্দিত প্রাণ ।। হৃদয় দেহো পাতি, হেথাকার দিবারাতি করুক নবজীবনদান ।। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান । সুন্দরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে সেথা পাবে স্থান ।।

আজ ধানের ক্ষেতে-রবীন্দ্রসংগীত(প্রকৃতি পর্যায়,কাহার্বা,স্বর-৫০)

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই– লুকোচুরি খেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই– লুকোচুরি খেলা ।। আজ ভ্রমর ভোলে মধু খেতে—উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই– লুকোচুরি খেলা ।। ওরে , যাব না …

আজ ধানের ক্ষেতে-রবীন্দ্রসংগীত(প্রকৃতি পর্যায়,কাহার্বা,স্বর-৫০) Read More »

মম চিত্তে নিতি নৃত্যে-রবীন্দ্রসংগীত (বিচিত্রপর্যায়,দাদরা,স্বর-৪২)

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ । তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে তাতা থৈথৈ , তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।। হাসি কান্না হীরাপান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে তাতা থৈথৈ , তাতা থৈথৈ, তাতা থৈথৈ । কী আনন্দ, …

মম চিত্তে নিতি নৃত্যে-রবীন্দ্রসংগীত (বিচিত্রপর্যায়,দাদরা,স্বর-৪২) Read More »

আমার প্রাণের মানুষ-রবীন্দ্রসংগীত ( পূজা পর্যায়,দাদরা,স্বর-৪২)

আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তায় সকল খানে ।। আছে সে নয়নতারায় আলোক-ধারায়, তাই না হারায়— ওগো তাই দেখি তায় যেথায় সেথায় তাকাই আমি যে দিক-পানে ।। আমি তার মুখের কথা শুনব ব’লে গেলাম কোথা , শোনা হল না, হল না– আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি শুনি তাহার বাণী আপন গানে …

আমার প্রাণের মানুষ-রবীন্দ্রসংগীত ( পূজা পর্যায়,দাদরা,স্বর-৪২) Read More »

ভোর হল বিভাবরী-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,কাহার্বা তাল,স্বরবিতান-৪২ )

ভোর হল বিভাবরী,পথ হল অবসান— শুন ওই লোকে লোকে উঠে আলোকেরই গান ।। ধন্য হলি ওরে পান্থ রজনীজাগরক্লান্ত, ধন্য হল মরি মরি ধুলায় ধূসর প্রাণ ।। বনের কোলের কাছে সমীরণ জাগিয়াছে, মধুভিক্ষু সারে সারে আগত কুঞ্জের দ্বারে । হল তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রুধারা— লজ্জা ভয় গেল ঝরি ,ঘুচিল রে অভিমান ।।